আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রায়হান (৪) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রায়হান স্থানীয় খুইল্লা মিয়ার বাড়ির আব্দুল খালেকের পুত্র। সূত্র জানায়,সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে শিশু রায়হান ঘরের বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়।
পরবর্তীতে মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে আসে। রায়হানের মৃত্যুতে পরিবারে ও এলাকায় সবাই শোকে ভেঙ্গে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা.এইচএম মুতাছির জাহিন জানান, শিশু রায়হান হাসপাতালে আনার আগে মারা যায়।