দুই হত্যা মামলায় পিতা-পুত্রসহ তিন আসামি গ্রেপ্তার

র‌্যাবের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরী ও জেলায় অভিযান চালিয়ে হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার নগরের পতেঙ্গা ও মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।

গত সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্‌ফর হোসেন। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সীতাকুণ্ড উপজেলার মো. সাখাওয়াত হোসেন এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মো. হাশেম আলী ও তার ছেলে মো. শাহিন।

র‌্যাব জানায়, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া কলিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেনকে জোরারগঞ্জ থানার জামালপুর এলাকা থেকে রবিবার বিকাল ৪টার দিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও মারামারির একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, লালমনিরহাটের হাতীবান্ধা থানায় দায়ের হওয়া আবু সামা হত্যা মামলার আসামি হাশেম আলী ও তার ছেলে শাহিনকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকা থেকে রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে র‌্যাব৭ এর সঙ্গে র‌্যাব১৩এর সদস্যরাও অংশ নেন।

র‌্যাব কর্মকর্তা মোজাফ্‌ফর হোসেন বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ না হলে, ইসলামের মূল আদর্শ চিরতরে মুছে যেতো
পরবর্তী নিবন্ধএকজনের আমৃত্যু কারাদণ্ড, দুজনের যাবজ্জীবন