রাঙামাটির মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধস

৫ ঘণ্টা পর সচল যান চলাচল

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যাবাঘাইহাট সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোর ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার ১২ কিলো এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে করে ভোর থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক বিভাগের লোকজন ৫ ঘণ্টা পর সড়ক থেকে কিছুটা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। স্থানীয়রা জানান, রোববার রাত থেকে ওই এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সোমবার ভোর ৬টার দিকে উপজেলার ১২ কিলো এলাকায় পাহাড় ধস হয়। এতে সকাল থেকে ওই সড়কের দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, মারিশ্যাবাঘাইহাট সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ করতেছে। এখন ১১টার দিকে করে কিছুটা হালকা যানবাহন চলাচল করা যাচ্ছে। তবে পুরো সড়ক থেকে ধসে পড়া মাটি সরাতে কিছুটা সময় লাগতে পারে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত আমনের বীজতলা
পরবর্তী নিবন্ধবান্দরবানে পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্প বাতিলের শঙ্কা