বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন

দি চিটাগং ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন, এক্ষেত্রে আবিষ্কারের কোন বিকল্প নেই, আর আবিষ্কার নিশ্চিত করার জন্য গভীর অধ্যয়নের প্রয়োজন সবচেয়ে বেশি, একটি আবিষ্কার পৃথিবীর সম্ভাবনা বহুবনে বৃদ্ধি করতে পারে, পরিবর্তনের নতুন সিঁড়ি তৈরি করতে আবিষ্কারই সবচেয়ে নির্ভরযোগ্য। তিনি গত ১৯ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে দি চিটাগং ট্রাস্টবাংলাদেশ’র (সিটিবি) মেধাবৃত্তি পরীক্ষা২০২৪ এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাবলেন।

ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে ও মেধাবৃত্তি প্রদান কমিটির আহবায়ক অধ্যক্ষ অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব সিংহ, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নারায়ন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে ও মেধাবৃত্তি প্রদান কমিটির সদস্য সচিব প্রসূন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন জগদীশ মল্লিক, রতন কান্তি দে, বিভাষ দাশ, জিকু দত্ত, শ্যামল বিশ্বাস, রানা দাশ, প্রকৌশলী সৈকত দে, আপন দে, সাগর দাশ, কৃত্তিকা চক্রবর্তী, ঊষা আচার্য্য, প্রবাল দত্ত, লক্ষ্মী সরকার, দুর্জয় বিশ্বাস প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সিটিবি কালচারাল স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মোট ১৮৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুল-এজার বেগম স্কুলে ক্লিন বাংলাদেশের অনুকরণীয় পরিবেশ কার্যক্রম
পরবর্তী নিবন্ধশাহ আমানতে ১৩ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ