গুল-এজার বেগম স্কুলে ক্লিন বাংলাদেশের অনুকরণীয় পরিবেশ কার্যক্রম

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

গুলএজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ। অনুষ্ঠান পরিচালনা করেন টিম লিডার আফসানা আক্তার প্রমি, শরিফ এবং ইমন। উপস্থিত ছিলেন শাহানা,হাবিব,রাকিব,মিথিলা, দিপান্তিতা প্রমুখ। তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেন এবং সক্রিয়ভাবে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার ও বৃক্ষরোপণে অংশ নেন।

পরিবেশ রক্ষায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে ক্লিন বাংলাদেশ নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে বলে আয়োজকরা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আগুনে পুড়েছে ৪ বসতঘর
পরবর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন