তুমি আদিত্য উজ্জ্বল নক্ষত্রের নাম
ভালোবাসার সুতোর প্রতিটি নিঃশ্বাসে,
স্বপ্নের জাল বুনী তোমাকে নিয়ে
আমার আকাশ ছুঁয়ে যায় বিশ্বাসে।
তুমি অনামিকা, নীলাঞ্জনা, তুমি অনন্য,
তুমি ভালোলাগা অনবদ্য কবিতায় বরেণ্য।
তোমার হৃদয় সমুদ্রের বিশালতার উপমা,
তোমার অনুপ্রেরণা যেন অনুভবের রূপমা।
তুমি অনির্বাণ চেতনার অগ্নিবীণা
স্রষ্টার কাছেও তুমি মহিয়ান,
তুমি সহযোদ্ধা আলো ও আঁধারের
উদ্দীপ্ত চেতনায় করেছ বলিয়ান।
অনুভূতি তোমার হিমালয়সম ব্যপ্তই
শিল্পীর রং তুলিতে আঁকা বিষ্ময়,
তুমি জাগানিয়া পদ্যেব আগমনী সারথি
ভালোলাগা এবং ভালবাসার শৈল্পিক আরতি।