মহা বিশ্বের মহান প্রভু
তোমার তুলনা নাই
যতোই ভাবি তোমার কথা
হৃদয়ে যে শান্তি পাই।
সৃজিলা পৃথিবীর পরে
দিলে পিতা, মাতা, ভাই,
জীবন দিলে দয়া করে
কৃতজ্ঞতার অন্ত নাই।
আকাশ হতে বৃষ্টির বর্ষণ
তোমার করুণার অন্ত নাই
সাগর নদে মৎস্য ভান্ডার
সোনার ধান মাঠে পাই।
মহা বিশ্বের মহান স্রষ্টা
তোমারি গুন–গান গাই,
হাশরে বাঁচাবে আল্লাহ্
তোমার যে করুণা চাই ।