বাঁশখালীতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও জামে মসজিদ সংলগ্ন মাওলানা রুহুল করিমের দুটি মৎস্য প্রজেক্ট রয়েছে। একটিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে দুর্বৃত্তরা। সোমবার সকালে মাওলানা রুহুল করিমের মৎস্য ঘেরের সব মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। পরে এলাকাবাসীসহ মৎস্য ঘেরের পাড়ে বিষের বোতল দেখতে পান। বিষ প্রয়োগের ঘটনায় তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রুহুল করিম।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাধনপুরে বিষ প্রয়োগে মাছ মার মারার অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ সাগরিকার ৪ গোল