নগরের নিউমার্কেট এলাকায় গত রোববার সন্ধ্যায় বাসে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম ওই যুবকের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করার কথা স্বীকার করে বলেন, তাকে আটকের জন্য টিম মাঠে কাজ করছে।
গত রোববার সন্ধ্যায় নিউমার্কেট মোড়ে বাসে আগুন দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তায় বাসটিতে আগুন লাগিয়ে এক যুবক সটকে পড়ে। সাদা শার্ট পরিহিত ওই যুবক রাস্তায় চলাচলরত রিকশা ও অটোরিকশা ডিঙিয়ে বাসটির কাছে যায়। এরপর আগুন ধরিয়ে বাসের পেছনের সিটে ফেলে সটকে পড়ে ওই যুবক।
ওসি আব্দুল করিম ভিডিওটি নিউমার্কেট মোড়ের বলে নিশ্চিত করেন। গতরাতে আজাদীকে তিনি জানান, উক্ত যুবককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার ব্যাপারে বিস্তারিত তথ্যও পুলিশ পেয়েছে। তাকে আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও ওসি আবদুল করিম জানান। তিনি বলেন, যুবককে গ্রেপ্তারের পর তার বাসে আগুন দেয়ার কারণ এবং উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। তিনি তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনার পর রাতে বাসটির চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।