গোপন কারখানায় তৈরি হয় নকল বৈদ্যুতিক তার

নগরীর আগ্রাবাদ ও সীতাকুণ্ডে তিন অবৈধ কারখানা সিলগালা, ৮ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, সীতাকুণ্ড উপজেলায় গোপন তিন অবৈধ বৈদ্যুতিক ক্যাবল (তার) কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ক্যাবল জব্দ করেছে র‌্যাব৭। জাল ‘মেইড ইন জাপান’ সিল ব্যবহার করে তৈরি এসব তার আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। এছাড়াও ওই তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দল অভিযানে অংশ নেন।

জানা যায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীতাকুণ্ডের উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাট ও আগ্রাবাদে কতিপয় অসাধু ব্যবসায়ী নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় সীতাকুণ্ড থানাধীন উত্তর সলিমপুরের আব্দুল্লাহাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ ও ‘নোয়াখালী ক্যাবলস’ নামে দুটি কারখানায় এবং আগ্রাবাদ এলাকায় অপর একটি কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, নকল এসব বৈদ্যুতিক ক্যাবলসে জাল ‘মেইড ইন জাপান’ সিল ব্যবহার করা হচ্ছিল। নকল এসব ক্যাবল আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিল না। এ সময় নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির অভিযোগে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত এসব নকল বৈদ্যুতিক ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের আইনানুগ কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাব৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিল না। জাল সিল লাগিয়ে ক্যাবল তৈরি করে বাজারে ছাড়ছিল। এসব নকল ক্যাবল ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধছেলের চুরি করা মোটরসাইকেল বিক্রি করেন বাবা!
পরবর্তী নিবন্ধ‘মিস আমার বাচ্চা কই’