জুলাই-আগস্ট স্মরণে পটিয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

জুলাইআগস্ট গণঅভ্যুত্থান শহীদের স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল রোববার ইন্দ্রপুল বাইপাস গোলচত্বরে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস.এম মামুন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম,জাহাঙ্গীর কবির, মো: ফজলু, সালেহ জহুর, মফজল আহমদ চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন, আবু জাফর চৌধুরী, আবুল কালাম, পৌর যুবদল আহবায়ক আবছার উদ্দীন সোহেল, আবদুল মাবুদ, লিটন চৌধুরী,মাহবুব আলমদার, শফিউল আলম, সোহেল সওদাগর, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন( আঙ্গুর),নাজিম উদ্দিন, মনু মেম্বার, এম এ রুবেল, আবদুল হাকিম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, কায়সার, রিয়াদ প্রমুখ।প্রধান অতিথি দ্রুত সময়ে নির্বাচন দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান। এ সময় তিনি তারেক জিয়ার নির্দেশে দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদদের রক্ত শুধু স্মৃতির অংশ নয়, রাজনৈতিক দায়বদ্ধতা
পরবর্তী নিবন্ধএনসিপি আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে