সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও সেবামুখী করতে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি অস্থায়ী সেবা বুথ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্থাপিত এই অস্থায়ী বুথ থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসোসিয়েশনের সদস্যগণ তাদের সিএন্ডএফ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। গতকাল এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মো. নুরুল আবছার ও মো. নুরুল ইসলাম, সভাপতি এস এম সাইফুল আলম, দ্বিতীয় সহ–সভাপতি মো. সাইফুদ্দিন, তৃতীয় সহ–সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মো. শওকত আলীসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা মো. ইয়াছিন চৌধুরী, উপকর কর্মকর্তা দিদারুল আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সেবা গ্রহণের জন্য আগত সিএন্ডএফ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রথম দিন ৫৯টি সিএন্ডএফ প্রতিষ্ঠান এই সেবা গ্রহণ করে ট্রেড লাইসেন্স নবায়ন কাজ সম্পন্ন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।