খাগড়াছড়িতে স্কুল পড়ুয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় চার আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে দিকে খাগড়াছড়ি আমলি আদালতের বিচারক মাজেদুল ইসলাম শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন। শুনানির সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কিশোরীর পরিবারের পক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা বলেন, আসামিদের আমরা ৭ দিনের রিমান্ড ছেয়েছিলাম। কিন্তু আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত বুধবার রাতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে অভিযোগে খাগড়াছড়িতে মামলা হয়। এ ঘটনায় ওই দিনই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য দুই আসামি হলেন মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)। তারা পলাতক আছেন। বর্তমানে কিশোরী চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন। খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়েছিল। আশাকরি বাকি দুই আসামি শীঘ্রই ধরা পড়বে।