কর্ণফুলীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

অপারেশন ডেভিল হান্টে কর্ণফুলীতে যুবলীগস্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার সকালে উপজেলার চরপাথরঘাটা ও শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চরপাথরঘাটা ৯ নম্বর ওয়ার্ড ডক মাস্টারের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মো. রাসেল (৩৪) এবং শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড শুক্কুর মাতব্বরের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. নয়ন (৩০)। পুলিশ জানায়, রাসেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং নয়ন উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ২নেতাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা সেখানেই গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স বাংলাদেশের সেলাই মেশিন ও গৃহস্থালি সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসায় নাহিদসহ এনসিপি নেতৃবৃন্দ