এপেক্স বাংলাদেশের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার বান্দরবান সদরে এপেক্স ক্লাব অব বান্দরবান, সাংগু, নীলাচল ও গ্রীণ সিটির যৌথ আয়োজনে অসহায় নারীকে সেলাই মেশিন ও অসহায় পরিবারকে গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি ছিলেন পিডিজি– ৩ এপে. কামাল পাশা। বক্তব্য রাখেন এপে. নিনি প্রু, এপে. বীরলাল তংচঞ্চা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পাপন বড়ুয়া, বান্দরবান ক্লাবের আইপিপি এপে. মোজাম্মেল হক, এপে. ডনাই নেলী, এপে. শিরিন, এপে. অংমে প্রু, এপে. আনু চিং, এপে. ইকবাল, এপে. তারেক প্রমুখ। প্রধান অতিথি বলেন, মানুষের কল্যাণে কাজ করে চলা এপেক্স বাংলাদেশ আজ ৬৪ বছর অতিক্রম করে চলেছে। দেশব্যাপি বিভিন্ন সেবা পরিচালনার মাধ্যমে এতোমধ্যে এপেঙ বাংলাদেশ সুনাম অর্জন করেছে। আগামীতে ও এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করে মানুষের সেবায় আরও সফলতা অর্জন করবে। প্রেস বিজ্ঞপ্তি।