দেশব্যাপী চট্টগ্রাম মহানগর কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে ‘জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’– শীর্ষক শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে নগরের কাজির দেওরির জিয়া স্মৃতি যাদুঘর ও চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে সকাল ১১ টায় সার্কিট হাউস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরে জিয়া স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে কয়েকটি গাছ লাগানো হয়।
এসময় কৃষকদল ও বিএনপি নেতাকর্মীরা জানায়, এই কর্মসূচি উপলক্ষে চট্টগ্রামে কয়েক লক্ষাধিক গাছ রোপণের লক্ষ্য আছে তাদের। চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃ আলমগীর ও সদস্য সচিব সাবের আহমেদ টারজানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও সদস্য নেওয়াজ মোহাম্মদ খানসহ বিএনপি, কৃষকদলের আরো অনেক নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।