ক্যানভাস স্যোশাল অর্গানাজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ১৫০টি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্ধোধন করা হয়। এ দায়িত্ব শুধু সংগঠনগুলোর নয়, প্রত্যেক সচেতন নাগরিকের। ব্যক্তি উদ্যোগেও আমরা বাড়ির ছাদ, উঠোন, বারান্দা কিংবা ফাঁকা জায়গায় গাছ লাগাতে পারি। একেকটি গাছ মানে একটি জীবনের আশ্রয়, একটু শুদ্ধ বাতাস। ছোট ছোট উদ্যোগগুলো একদিন বড় পরিবর্তনের দিকে আমাদের নিয়ে যাবে। বক্তারা বলেন, সবাই মিলে শপথ করি নিজে একটি গাছ লাগাবো, অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। প্রকৃতিকে বাঁচাতে আজই গাছ লাগান। সবুজে গড়ি ভবিষ্যৎ। প্রেস বিজ্ঞপ্তি।