ডোবা থেকে মাথা ও হাতবিহীন কিশোরীর লাশ উদ্ধার

নগরের ঝর্ণাপাড়া

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবা থেকে মাথা ও হাতবিহীন অজ্ঞাত পরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ সাংবাদিকের জানান, অজ্ঞাত পরিচয় ওই কিশোরীর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ হবে। ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়। লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের যেহেতু আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবদিকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
পরবর্তী নিবন্ধপটিয়ায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা