দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ২১ জুলাই সোমবার জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ঘোষিত প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ–সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
তিনি বলেন, জুলাই গণআন্দোলনে শ্রমিক নেতারা অংশগ্রহণ না করলে এ আন্দোলন সফল হতো না। শ্রমিকেরা জনগণকে নিয়ে সমস্ত কর্মসূচিগুলো ছাত্রদের সাথে সহযোগিতা করেছিল। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শ্রমিক প্রতিনিধিদের নামের তালিকা শীঘ্রই অন্তর্বর্তী সরকারকে প্রণয়ন করতে হবে।
এতে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সহ–সভাপতি শাহনেয়াজ চৌধুরী, তাহের আহমদ, আব্দুল বাতেন, গাজী আইয়ুব আলী, আনোয়ারুল আজিম, আবু জাফর, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, কাজী আফসার চৌধুরী, মোহাম্মদ বাহার মিয়া, আব্দুল মান্নান, আব্দুল খালেক, মোহাম্মদ দেলোয়ার, পল্টু কান্তি বড়ুয়া, আজিজ উদ্দিন মিন্টু, রবিউল হোসেন, আব্দুল আজিজ, সাইফুল আলম, মো. ফরিদ প্রমুখ। এতে বক্তারা ২১ জুলাই শ্রমিক জনতার সমাবেশ সফল করার আহ্বান জানান।