খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন। গত ১৮ জুলাই জেলা শহরের রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে আসে এবং জিমনেসিয়ামের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির সহ–সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটির জেলার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা ও মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জৈসাইনুং মারমাসহ অন্যরা।
এসময় বক্তারা অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান।