রাঙ্গুনিয়ায় জলাশয়ে ডুবে নারীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ইটভাটার জন্য মাটি কেটে তৈরি করা জলাশয়ে পড়ে তাহেরা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহেরা ওই গ্রামের মোহাম্মদ নবাব শাহের মেয়ে।

জানা যায়, তাহেরা বেগম বাড়ির পাশে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত ১৫ ফুট গভীর একটি জলাশয়ে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাহেরা বেগমকে বিকাল ৫টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান। পরে স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদেরের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিওসি ৮৬’র মাসিক সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বিক্ষোভ মিছিল