নালায় পড়ে মারা যাওয়া শিশু হুমায়রার পরিবারের পাশে আমীর খসরু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

নগরের হালিশহর আনন্দিপুরে নালায় পড়ে মারা যাওয়া তিন বছরের শিশু হুমায়রা আক্তারের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শনিবার বিকেলে হুমায়রার বাসায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও ঘটনার বিস্তারিত বর্ণনা শুনেন। এসময় তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

এর আগে আমীর খসরু উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আনন্দীপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুর আলম, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, হাজী হানিফ সওদাগর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ ওমর, মোহাম্মদ দিদার, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ সাবের, মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ আফসার, খোরশেদ মাঝি, নুর সেলিম বাঙালি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জহুর ও মোহাম্মদ আলী।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন ফখরুল
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ফল উৎসব