লোহাগাড়ায় ২ ইউপি সদস্য গ্রেপ্তার

বিস্ফোরক মামলা

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ইউপি সদস্য আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম কলাউজান বলি পাড়ার মৃত কবির আহমদের পুত্র স্থানীয় ইউপি সদস্য ফরমান উল্লাহ (৩৯) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম কলাউজান খালাসী পাড়ার মনু মিয়া প্রকাশ মুইন্যার পুত্র মোহাম্মদ আবদু ছফুর (৪৩)। পুলিশ জানায়, ফরমান উল্লাহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আবদু ছফুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় তারা এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, শনিবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধআজ হযরত মৌলানা মোহাম্মদ শাহ’র বার্ষিক ওরশ