তরিকত চর্চায় জিল্লুর রহমান আলী শাহ (রহ.) অন্যতম পথিকৃৎ ছিলেন

দরবারে বেতাগী আস্তানায় মাহফিলে বক্তারা

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

বেতাগী আনজুমানে রহমানিয়ার ওরশ মাহফিলে বক্তারা বলেন তরিকত চর্চায় জিল্লুর রহমান আলী শাহ (রহ.) অন্যতম পথিকৃৎ ছিলেন। শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলীর ১৭ তম ওরশ গত ১৬ জুলাই দরবার এ বেতাগী আস্তানায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কোরআন , আলোচনা সভা, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত।

উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান ফরিদ, আমিনুল হক আল কাদেরী, অ্যাডভোকেট এ এফ মঈনুদ্দিন আহমদ, দোস্ত মোহাম্মদ কবির, মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, মাওলানা জুন নুরাইন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, নেছার আহমেদ খান, সৈয়দ মুহাম্মদ আজম উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, অধ্যক্ষ মারেফাতুন নুর, অধ্যক্ষ ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ মুফতী আলীআকবর, উপাধ্যক্ষ জসিম উদ্দিন আবেদী, জাফর আহমদ মানিকী, গোলাম আলী, শফিকুর রহমান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ হোসাইন, সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, মাহফুজুল হক, আবদুস সালাম, অধ্যক্ষ ইলিয়াছ নুরী, এনাম রেজা কাদেরী, শামসুল আরেফীন, কুতুব উদ্দিন, মাহফুজুল হক, হাবিবুর হরমান ফারুক প্রমুখ। মিলাদ পরিচালনা করেন কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড