মান সম্মান

বিভাস গুহ | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

ঘুষের টাকায় গাড়ি বাড়ি

ঘুষের টাকায় সব

পরের সম্পদ লুটে নিয়ে

খুশির কলরব।

 

ঝোপটা বুঝে কোপটা মেরে

হাতাও হাজার টাকা

হঠাৎ একদিন বন্ধ হবে

জীবন রথের চাকা।

 

যাবে নাতো সঙ্গে করে

গাড়ি বাড়ি টাকা

দেহ থেকে প্রাণটা গেলে

সবকিছু যে ফাঁকা।

 

দিতে হবে সবকিছুরই

একদিন তো হিসাব

পুণ্য পাপের বিচার হবে

পাবে না কেউ মাফ।

 

সময় থাকতে হয়রে হতে

হয় হতে সাবধান।

লোভ লালসার পড়লে ফাঁদে

যাবে মান সম্মান

পূর্ববর্তী নিবন্ধরাস্তাটি সংস্কার করা হোক
পরবর্তী নিবন্ধআত্মসাধনা