ফ্যাসিবাদ হঠাতে জুলাই আন্দোলনে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়া মহেশখালীর শহীদ তানভির সিদ্দিকীর পরিবার সরকারিভাবে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাচ্ছে। গতকাল শনিবার মহেশখালীর কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ তানভির সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ।
ইউএনও মৃত্যুবার্ষিকীর এই অনুষ্ঠানে তথ্য প্রকাশ করে বলেন, ইতিমধ্যে ব্যাংকে ১০ লাখ টাকার সঞ্চয় পত্র জমা করা হয়েছে। অল্প কয়েকদিন পর আরো ১০ লাখ টাকা জমা হবে এবং তারও কয়েকদিন পর জমা হবে বাকি ১০ লাখ টাকা। পর্যায়ক্রমে ৩০ লাখ টাকাকে তিন ভাগে জমা করার কারণ হচ্ছে শহীদ তানভির সিদ্দিকীর পরিবার সারা বছরের মধ্যে প্রতি তিন মাস পর পর উল্লেখিত ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের প্রফিট ভোগ করতে পারে সে লক্ষ্যে। তিনি বলেন, ইতিমধ্যে শহীদ তানভীরের বাবার ঘরটি সংস্কার করার জন্য কঙবাজারের জেলা প্রশাসকের কাছে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। অতি শীঘ্রই তার বাবার ঘরটি সংস্কার করে দেওয়া হবে।