স্বল্পমূল্যে হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন নজির স্থাপন করেছে

দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় এমএ সালাম

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

স্বল্পমূল্যে হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। তিনি বলেন, আমরা বর্তমান এই হার্ট ফাউন্ডেশনে ১০ শয্যার একটি সিসিও ইউনিট স্থাপন করেছি। অলরেডি গতমাসে সেটি উদ্বোধন করা হয়েছে। এখানে নামমাত্র মূল্যে হৃদরোগের সমস্ত উন্নত চিকিৎসা দেওয়া হয়। শুধু তাই নয়, চট্টগ্রামের গরিবদুঃখী মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসা দিয়ে থাকি। আমাদের যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেটিতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে রোগীদের সেবা দেওয়া হয়। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।

তিনি গতকাল শনিবার হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে অনুষ্ঠিত চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. . রমিজ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহসভাপতি এসএম আবু তৈয়ব, মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন চৌধুরী, আজীবন সদস্য ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, বিজিএমইএর পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, আবদুল্লাহ চৌধুরী, সৈয়দা শাহনাজ আলম, সৈয়দা জিন্নাত আরা নিপুণ, মো. আবু জাফর, তারিক উল ইসলাম তারেক, একেএমজেড আলমগীর প্রমুখ।

এতে মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠন তার চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে আসছে। ইতিমধ্যে দুই সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা, স্বল্প খরচে হৃদরোগ পরীক্ষা ও ওষুধ গ্রহণ করেছেন। এরই মধ্যে নগরীর জামালখান, আগ্রাবাদ, বাগমনিরাম, মোহরা, জাম্বুরী মাঠ ও পটিয়া, সাতকানিয়া উপজেলা মিলে সর্বমোট ১০টি ফ্রি হার্ট ক্যাম্প সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, দাতব্য সেবার অংশ হিসেবে প্রতিষ্ঠান হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, স্টেন্ট লাগাতে আর্থিক অনুদান প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের যাকাত ফান্ড এ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যে সহায়তা হিসেবে এই ফান্ডের ২৫ লাখ ৪৩ হাজার টাকা থেকে ৭৩ হাজার টাকা ব্যয়িত হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য খন্দকার বেলায়েত হোসেন, সাহেদা সালাম, ডা. একেএম নাসির উদ্দিন, মো. ফরহাদ আব্বাস, সাহেদ সাইফুল ইসলাম, আরিফ ইফতেখার, ফারজানা আরিফ, এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম, তাসনিম আখতার সালাম, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি প্রমুখ। সভায় উল্লেখ করা হয়, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বর্তমান কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার জালে এবার ৫ গোল, বাংলাদেশের টানা পঞ্চম জয়
পরবর্তী নিবন্ধসাফল্য ধরে রাখতে চায় বাংলাদেশ, আজ মুখোমুখি পাকিস্তান