সিগন্যাল না মেনে কাভার্ডভ্যান রেললাইনে, ট্রেনের ধাক্কা

কদমতলী ক্রসিং

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর কদমতলী রেলক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে একটি ট্রেনের ইঞ্জিন পাহাড়তলী শেডে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইঞ্জিন যাওয়ার আগ মুহূর্তে গেটম্যান কদমতলী রেলক্রসিংয়ে সিগন্যাল দেওয়ার পরও কাভার্ডভ্যানসহ বেশ কিছু গাড়ি রেললাইন অতিক্রম করা সময় ইঞ্জিনটি কাভার্ডভ্যানটির সামনের অংশে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ চুরমার হয়ে গেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, স্টেশন থেকে একটি ইঞ্জিন পাহাড়তলী ওয়াশফিডে যাওয়ার সময় কদমতলী রেলক্রসিং এলাকায় সিগন্যাল না মেনে একটি কাভার্ডভ্যান রেললাইনে চলে এলে সেটিকে ধাক্কা দেয়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ইঞ্জিনটি চলে গেছে।

পূর্ববর্তী নিবন্ধরুট পারমিট না থাকা ৭০ যানবাহন আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে কাজ করার সময় বাঁশখালীর এক শ্রমিকের মৃত্যু