রুট পারমিট না থাকা ৭০ যানবাহন আটক

কাপ্তাই রাস্তার মাথা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ৭০টি অবৈধ ও রুট পারমিটবিহীন যানবাহন আটক করেছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি কালুরঘাট রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা হকার ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার নগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগ এ অভিযান পরিচালনা করে।

নগর ট্রাফিক পুলিশের (উত্তর বিভাগ) উপকমিশনার নেছার উদ্দিন আহম্মেদ আজাদীকে বলেন, কাপ্তাই রাস্তার মাথা রেল গেট এলাকায় দীর্ঘদিন ধরে মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ (মেট্রো রুট পারমিটবিহীন) সিএনজি টেঙি রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খলভাবে চলাচল করে সড়কে যানজট সৃষ্টি করে আসছে। জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স, সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘ সময় উক্ত স্থানে যানজটে আটকে থাকতে হয়। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, বিষয়টি বিভিন্ন সিটিজেন ফোরাম, মিটিং ও সিম্পোজিয়ামে উঠে আসে। এরই প্রেক্ষিতে নগর পুলিশ কমিশনারের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে যানবাহন আটকের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। এছাড়া কালুরঘাট রাস্তার উভয় পাশে ফুটপাত ও রাস্তা দখল করে থাকা হকার এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়, যাতে পথচারীরা সহজেই ফুটপাত ব্যবহার করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ৪ মামলায় আসামি তিন হাজার, গ্রেপ্তার ২৭৭
পরবর্তী নিবন্ধসিগন্যাল না মেনে কাভার্ডভ্যান রেললাইনে, ট্রেনের ধাক্কা