ম্যানচেস্টার টেস্টের আগে ইনজুরিতে জর্জরিত ভারত

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

লর্ডসে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারের পর ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের আগে চাপে ভারত। সিরিজে ফিরতে হলে জয়ের বিকল্প নেই শুভমান গিলের দলের। লর্ডসে আঙুলে চোট পেয়েছিলেন রিশাভ পান্ত। তার চোট কতটা গুরুতর তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় দল। যদিও অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন পান্ত খেলবেন। তার মাঝেই এ বার অনুশীলনে চোট পেয়েছেন অর্শদিপ সিং। বাঁহাতেই চোট পেয়েছেন বাঁহাতি পেসার। ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে গত বৃহস্পতিবার ম্যানচেস্টারে প্রথম অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানেই সাই সুদর্শনের একটা শট বাঁচাতে গিয়ে বাঁহাতে চোট পেয়েছেন অর্শদিপ।

হাতের উপর ব্যান্ডেজ বাঁধতে দেখা যায় তাকে। তার পর আর বল করেননি। অর্শদিপের চোট নিয়ে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশাটে বলেন, সাইয়ের শট আটকাতে গিয়ে চোট পেয়েছে অর্শদিপ। ওর আঙুল কেটে গিয়েছে। আমরা খতিয়ে দেখছি চোট কতটা গুরুতর। চিকিৎসকেরা নজর রাখছেন। যদি ওর আঙুলে সেলাইয়ের প্রয়োজন হয় তা হলে সেটা করা হবে।

ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম তিনটে টেস্টে খেলেননি অর্শদিপ। চতুর্থ টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বুমরাহ ম্যানচেস্টারে খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তৃতীয় টেস্ট চলাকালীন মোহাম্মদ সিরাজকে দেখে মনে হচ্ছিল, পেশিতে টান ধরছে তার।

টানা তিনটি টেস্ট তিনি খেলেছেন। ফলে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। দু’জনের মধ্যে একজন না খেললে অর্শদিপের অভিষেক হতে পারে। আর যদি অর্শদিপসিরাজ খেলতে না পারেন, বাধ্য হয়ে খেলানো হতে পারে বুমরাহকে। যদিও সিরিজ শুরুর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বারবার জানিয়েছে, বুমরাহকে চোট থেকে বাঁচিয়ে রাখতে দুই টেস্টের বেশি খেলানো হবে না।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে খেলা বলেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন নাঈম শেখ
পরবর্তী নিবন্ধফাইনালের আগে ব্যাটিংটা ভাল হলোনা রংপুরের