শাহ এমদাদীয়ার উদ্যোগে ঔষধি গাছের চারা বিতরণ

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতায় ঔষধি গাছের অপরিসীম গুরুত্ব বিবেচনায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার আহমদীয়া এমদাদিয়া মাদ্রাসায় এক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ‘ঔষধি প্রতিষ্ঠান বাস্তবায়ন ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৫’ শীর্ষক এই কর্মসূচির আয়োজক ছিল আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক দিকনির্দেশনায় প্রাকৃতিক চিকিৎসা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সহসভাপতি মাওলানা মুহাম্মদ আবুল মনসুর। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এ এম কামাল উদ্দিন, দারুত তায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল কবির, মোহাম্মদ মুহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ খাইরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকশিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল-২০২৫
পরবর্তী নিবন্ধচকরিয়ায় অস্বাভাবিক গরুর বাছুরের জন্ম