শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের বোয়ালখালী উপজেলার আহবায়ক আরিফুল হক সমাবেশে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আবুল কাসেম, আল্লামা শেখ নঈম উদ্দীন, সাবিনা সাদাত সাফা, নিজাম উদ্দীন, কামরুল আলম নকীব, সৈয়দ নুরুল আমিন, আজিম উদ্দীন, আল্লামা ইব্রাহীম, আরজু আকতার, সাইফুদ্দীন , বেলাল উদ্দীন রোকন, জানে আলম বাচ্চু, কুতুব উদ্দীন, আব্দুল হাকিম, তছলিম উদ্দীন সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দশ–ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। প্রেস বিজ্ঞপ্তি।