জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চট্টগ্রাম কালচারাল একাডেমির আয়োজনে ফল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার পাহাড়তলী বার কোয়ার্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সিসিএ সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে সেক্রেটারি আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মকবুল আহমেদ, পাহাড়তলী থানা আমির নুরুল আলম, মাহবুব আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, জোন সেক্রেটারি মুহাম্মদ জাকির হোসেন, মুহাম্মদ সাঈদুল ইসলাম, শিল্পী শাফায়াত উল্লাহ, বোরহান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, এটা দায়বদ্ধতা। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। প্রেস বিজ্ঞপ্তি।