ফজলুল কাদের চৌধুরীর নামে চবি ও চুয়েটে হল প্রতিষ্ঠার দাবি

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেছে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থক গোষ্ঠী। গতকাল শুক্রবার বিকালে রাউজান দারুল ইসলাম মাদরাসা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌর যুবদল নেতা মো. রেওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। তিনি বলেন, মহান নেতা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর উদ্যোগ ছিল চট্টগ্রামের গণমানুষের জন্য। তিনি শিক্ষা, স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে দেশের মানুষের কল্যাণে বহু প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ ও বাস্তবায়ন করেছিলেন। তার এসব মহৎ কর্মকাণ্ডের জন্য তিনি আজ স্মরণীয় ও বরণীয়। তাঁর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েটে হল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ফোরকান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা মো. রাশেদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. জাবের উদ্দিন জাবদ, রাউজান প্রবাসী ঐক্য পরিষদের উমল খাইয়ুমের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, রাউজান প্রবাসী ঐক্য পরিষদ রাসূল খাইমার যুগ্ম আহাবায়ক মোহাম্মদ শাহেদ চৌধুরী।

ছাত্রনেতা ইয়াকুব উদ্দিন আরিফ ও ইয়াসিন আরাফাতের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রানা, যুবদল নেতা মো. রাসেল, রাইদুল, দেলোয়ার, রাসেল, মো. রিপন, হাসেন, নুরুল আমিন, রশিদ, জয়নাল, হযরত আলী, ইমন, তানিম, সাঈদী, জসিম, লিটন, আলমগীর, জাহেদ, রবিন, হৃদয়, মারুফ, ইয়াসিন, আকিব, জুবায়ের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্ভাবনাময় বাঁশখালী ইকোপার্ক : প্রয়োজন সংস্কার
পরবর্তী নিবন্ধজুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের মৌন মিছিল