চট্টগ্রামে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিএনপির উদ্বেগ

ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। এতে চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরপরাধ ব্যবসায়ীদেরকে ‘মিথ্যা’ মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহ্বান জানান।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজাদীকে বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে শুধু শুধু কিছু ব্যবসায়ীকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলছে, বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছে। এসব তো ঠিক না। কেউ যদি দোষী হয়, দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু নিরপরাধ কাউকে মামলা দিয়ে কেন হয়রানি করা হবে। ব্যবসায়ীদের হয়রানির বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলাপ করেছি। তিনিও একমত পোষণ করে মব কালচারের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে মব কালচার বন্ধ করতে হবে। বিবৃতিটাও সে কারণে দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে মীর হেলাল বলেন, বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম। যেহেতু চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রামের ব্যবসায়ীরা দেশ চালাচ্ছেন তাদের হয়রানি করে লাভ কি? হ্যাঁ, কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটার বিচার হবে। কিন্তু মব কালচার করে বিয়ে বাড়িতে ঢুকে যাবেন, গুন্ডামি করবেন, এসব তো হবে না। মব সংস্কৃতি বন্ধ করা, দেশের অর্থনীতি সচল রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এসবের বিরুদ্ধেই কিন্তু বিএনপির অবস্থান, বিবৃতিটাও একই কারণে। এটা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দিয়েছি, যাতে তারা এ ব্যাপারে স্টেপ (পদক্ষেপ) নেয়।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মীর হেলাল বলেন, আমাদের দলের কারো বিরুদ্ধে অভিযোগ পেলেও ব্যবস্থা নেয়া হচ্ছে। যেমন এমদাদুল হক বাদশা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল চাঁদাবাজির, তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও আন্দোলনসংগ্রামে তার বেশ জোরালো ভূমিকা ছিল। অর্থাৎ এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। দেশেরটা বলতে পারবো না, চট্টগ্রামে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধ‘মিথ্যা’ মামলার হয়রানি বন্ধ চান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা