চট্টগ্রামের কৃতী সন্তান এহসানুল কবির ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে American Society of Civil Engineers (ASCE), Georgia Section কর্তৃক ‘Young Civil Engineer of the Year – Government’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি এই সম্মাননায় ভূষিত প্রথম বাংলাদেশি প্রকৌশলী।
ASCE–এর এই স্বীকৃতি তরুণ প্রকৌশলীদের জন্য একটি সম্মানজনক অর্জন। পেশাগত দক্ষতা, নেতৃত্ব, সামাজিক অবদান, উদ্ভাবনী চিন্তা এবং প্রকৌশল পেশার উন্নয়নে অবদানের ভিত্তিতে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। এহসানুল কবির আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের Georgia Southern University থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পর্যায়ে তিনি পরিবহন ও উপকূলীয় অবকাঠামোর চ্যালেঞ্জ নিয়ে পরিচালিত গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন, যার গবেষণালব্ধ ফলাফল আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয় ।
তিনি Hyundai–এর ট্যালেন্ট অ্যাকুইজিশন প্রোগ্রামের মাধ্যমে ৳৭.৫ বিলিয়ন ডলারের “Hyundai Metaplant American” প্রকল্পে নিয়োগপ্রাপ্ত প্রথম আন্তর্জাতিক গ্র্যাজুয়েট ছাত্র ছিলেন। এই অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের সরকারি প্রকৌশল সেবায় যুক্ত হন। বর্তমানে তিনি চ্যাথাম কাউন্টি গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারিং বিভাগে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি ডেভেলপমেন্ট সার্ভিসেস ডিভিশনে সরকারি ও বেসরকারি অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অনুমোদন, সাইট ডিজাইন পর্যালোচনা, স্টর্মওয়াটার ব্যবস্থাপনা এবং বন্যা ঝুঁকি হ্রাসে বিভিন্ন অধ্যাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে থাকাকালে তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং বিভাগীয় প্রধান (চেয়ারম্যান) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।