তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না

উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে গোলম আকবর খোন্দকার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য সকল নির্যাতন ও অন্যায়অবিচার উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলম আকবর খোন্দকার। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন, ফিরবেন বীরের বেশে।

তিনি জুলাইআগস্ট গণঅভ্যুত্থ্যান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে গৃহীত ছয় দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার বিকেলে শহীদদের আত্মত্যাগে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল নগরের নাসিমন দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে কালো ব্যাজ ধারণ করে নাসিমন ভবন চত্বর থেকে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারুণ্যের অহংকার তারেক রহমান অত্যন্ত সুযোগ্য ও পরিপক্ব একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি তার বাবার মতোই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়েছেন মা, মাটি ও মানুষকে আপন করতে। এখন তিনি বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সকল মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হালিম, অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আজিজুর রহমান চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, আবু আহমেদ, এজাহার মিয়া, মাহাবুব ছাফা, নবাব মিয়া চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, মাইনুদ্দিন লিটন, মুরাদ চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, নিজাম উদ্দিন কমিশনার, বদরুল আলম, আমিনুল ইসলাম তোহিদ, নার্গিস আক্তার।

পূর্ববর্তী নিবন্ধ১৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু