সীতাকুণ্ডে কুমিরা এলাকায় রয়েল সিমেন্টের মালবাহী ট্রাক ও বাসের সংঘর্ষে কমবেশি নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
এদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে। ১৪ জুলাই (সোমবার) সকাল আনুমানিক ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী একটি যাত্রীবাহী বাস বড় কুমিরা ঘাটঘর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা রয়েল সিমেন্টের মালবাহী ট্রাকের পেছন সজোরে বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসে থাকা নারীসহ কমবেশি অন্তত ১৫ জন আহত হন।
কুমিরা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে।
তারা হলেন সীতাকুণ্ড এলাকার রত্না (৪০) ও কুমিরা জোরআমতল এলাকার বাসিন্দা রোকসানা (৩৬)। এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, রয়েল সিমেন্ট কোম্পানির একটি মালবাহী ট্রাক নষ্ট হয়ে ঢাকামুখী লেনে রাস্তার বাম পাশের লেনে দাঁড়িয়েছিল।
এ সময় বেপরোয়া গতিতে আসা একইমুখী একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৭ জন গুরুতর আহত হন।
বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এছাড়া গুরুতর আহত ৭জন ছাড়াও আহত অপর দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে প্রেরণ করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি বার আউলিয়া হাইওয়ে থানা হেফাজতে আছে। বর্তমানে যান চলাচল
স্বাভাবিক রয়েছে।