পাহাড়ে লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

লামা প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১২:১১ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা বান্দরবানের লামায় পাহাড়ের লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লামা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেরাখোলা মুসলিম পাড়ার আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করে লামা বন বিভাগ।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেনের নেতৃত্বে উদ্ধার অভিযানে বন কর্মচারী আব্দুল করিম ও স্থানীয় লোকজন। রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন জানান, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে তারা মেরাখোলা মুসলিম পাড়া থেকে বানরটি উদ্ধার করি।

আব্দুল মোমিন নামের স্থানীয় এক ব্যক্তি আগের রাতে বানরটিকে তাদের বাড়িতে পেয়ে আটক করা হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানর লোকালয়ে আসছে এবং স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে। বন্যপ্রাণী রক্ষায় পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দের সচেতন করার ওপরও তিনি জোর দেন।গত এপ্রিলে রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে আরও একটি লজ্জাবতী বানর উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছিল।

লামার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া বানরটি বর্তমানে তাদের হেফাজতে আছে এবং সুবিধাজনক সময়ে মাতামুহুরী রিজার্ভে এটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা