চট্টগ্রামে ৯ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৭:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নয় তলা ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে কোতোয়ালী থানাধীন রঙ্গম কনভেনশন হলের নয়তলা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো হাসান, নোয়াখালী জেলার চরজব্বর চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ। তারা ওই ভবনের কাজ করছিলেন বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ওই ভবনে কাজ করছিলেন। অসাবধানবশত তিনজন পা পিছলে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জমির গর্তে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মসজিদ উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্টে খতিবের মৃত্যু