ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের অধিনায়ক সাকিব

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলে উপেক্ষিত হলেও বিদেশি লিগগুলোতে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এবার তিনি অধিনায়ক হয়েছেন ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

টিটেন লিগের এই টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথম ম্যাচেই মাঠে নামেন সাকিব। তার দল মিয়ামি খেলবে বোকা রেটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে। এই দলে আছে অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। সাকিব এখন বেশ ব্যস্ত। আগের দিন খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে।

ওই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্যাটেবলে ঝলক (ফিফটি ও ৪ উইকেট) দেখালেও তার পরের তিন ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি সাকিব। তার দল দুবাই ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। এবার সাকিব খেলবেন টিটেন টুর্নামেন্টে। ম্যাক্স সিক্সটি নামক টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে আজ। সাত দলের এই টুর্নামেন্ট সপ্তাহব্যাপী চলবে। ফাইনাল হবে আগামী ২৪ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধনারীদের মধ্যে এখন সবচেয়ে দামি ফুটবলার অলিভিয়া স্মিথ
পরবর্তী নিবন্ধগ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর