মীরসরাই শিল্প নগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে গাছের চারা লাগানো কার্যক্রম হাতে নিয়েছেন বেপজা কর্তৃপক্ষ। গত ১৬ জুলাই মীরসরাইয় শিল্প নগর অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অফিস চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী ও বেপজার প্রকল্প পরিচালক মো. এনামুল হক।
ডায়মন্ড সিমেন্টের জিএম (মার্কেটিং) আবদুর রহিমের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক শিবু রঞ্জন দাস, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, বেপজার তত্ত্বাবধায় প্রকৌশলী মো. মোশারফ হোসন, প্রকৌশলী মো. কায়ছার রহমান, ডিজিএম কামরুজ্জামান, এজিএম দীপ্তিমান দাশ, মো. আমান উল্লাহ চৌধুরীসহ বেপজা ও ডায়মন্ড সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৃক্ষরোপণ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও সহায়ক এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। ব
ৃক্ষরোপণে জনগণের মধ্যে পরিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় সকলের অংশগ্রহণে একটি সবুজ এবং সুস্থ পৃথিবী গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।