চুয়েটে জুলাই স্মরণ অনুষ্ঠান

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উদ্যোগে শিক্ষক, শিক্ষিকা ও জুলাই যোদ্ধাদের জুলাইয়ের গল্প বলা এবং ‘জুলাই স্মরণ অনুষ্ঠান’ গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।

এতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বশির জিসান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইউনুছ আহমেদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নূরুন নাহার ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমীন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানভির আহমেদ, মাহি আব্দুল্লাহ, মো. ইসফাক আহমেদ জীম, তাহমিদুল ইসলাম সামিন, আতফান বিন নুর, ফায়জুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সিন্ডিকেট শাখার সেকশন অফিসার মীর মোহাম্মদ রাতুল হাসান।

অনুষ্ঠানে গত বছরের জুলাইয়ে সংগঠিত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রামাণ্য চিত্র প্রর্দশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমীরসরাই শিল্প নগরে বেপজাকে ডায়মন্ড সিমেন্টের চারাগাছ রোপণ ও হস্তান্তর