কাদেরিয়া ত্বরিকতের জন্য নূর মোহাম্মদ আল কাদেরীর (রহ.) অবদান ছিল অতুলনীয়

৪৭ তম ওফাতবার্ষিকীতে বক্তারা

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

গাউসে জামান আল্লামা হযরত তৈয়্যব শাহ্‌ ()’র প্রধান খলিফা এবং আনজুমান ট্রাস্টের তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আল কাদেরী (রহ.)’র ৪৭ তম ওফাত বার্ষিকীতে বক্তারা বলেছেন, ত্বরিকতের জন্য নূর মোহাম্মদ আল কাদেরীর অসামান্য ত্যাগ ও অবদান রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং সিলসিলাহ এ আলিয়া কাদেরিয়ার জন্য তাঁর অবদান ছিল অতুলনীয়। এশিয়ার অন্যতম সেরা দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় তাঁর অনন্য ত্যাগতিতিক্ষা ছাড়াও আর্থিক অবদান ছিল সর্বোচ্চ। সুন্নি আক্বিদার ক্ষেত্রে আপোষহীনতা এবং ত্বরিকতে দৃঢ়তার মানদণ্ডে তাঁর তুলনা ছিলেন তিনি নিজেই। দ্বীন ও ত্বরিকতের বাইরের সমাজ, শিক্ষা, ব্যবসায়, রাজনীতি সব ক্ষেত্রেই তাঁর বিচরণ এবং অবদান ছিল অসাধারণ। জাগতিক জীবনে একজন সফল ব্যবসায়ী ছিলেন, পাশাপাশি সফল আধ্যাত্মিক সাধকও ছিলেন। তিনি আল্লাহরাসূলের সন্তুষ্টির লক্ষ্যে দ্বীনমাযহাবের খেদমতে নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ছিলেন জ্ঞান ও আধ্যাত্মিক বাতিঘর, যার মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন।

গত ১৫ জুলাই নগরীর কোরবানিগঞ্জস্থ বলুয়ারদীঘি পাড় খানকাহ্‌ শরীফে বাদ মাগরিব হাজী নেয়াজ আহমদ দুলালের সভাপতিত্বে স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর, আনজুমান মেম্বার পেয়ার মোহাম্মদ কমিশনার, আবদুল হাই মাসুম, মোহাম্মদ হোসাইন খোকন, ট্রাস্টের মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার, ঢাকা আনজুমানের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কাসেম, ঢাকা মহানগর গাউসিয়া কমিটির সেক্রেটারি মুহাম্মদ কাসেম। সভায় বক্তব্য দেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আলিম রেজভী, উপাধ্যক্ষ মাওলানা ড. এটিএম লিয়াকত আলী, শায়খুল হাদিস হাফেজ সোলাইমান আনসারী, মুফতি আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, লেখক ও গবেষক আল্লামা আবদুল মান্নান, উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী প্রমুখ।

অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় স্মারক আলোচনায় পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জানান আনজুমান ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ড. সরওয়ার উদ্দীন, উপাধ্যক্ষ মাওলানা ড. সাইফুল আলম, হাফেজ মাওলানা আবদুল হাই, মাওলানা হামেদ রেযা নঈমী, মাওলানা জসীম উদ্দীন আলকাদেরী, মাওলানা নঈমুল হক নঈমী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। আখেরী মোনাজাত পরিচালনা করেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। বাদ ফজর হতে জামেয়া মাদ্রাসা সংলগ্ন মরহুমের মাজারে খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদক্বিয়াম, জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোববারে ডাকা গণ ও পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত
পরবর্তী নিবন্ধবর্ষা পোহা