অংশীজনদের সাথে এসিডির প্রকল্প আউটকাম শেয়ারিং সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আবুল বাসার বলেন, অভ্যন্তরীণ অভিবাসীরাও মানুষ, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণ অভিবাসী ও তাদের পরিবারের কল্যাণের কথা চিন্তা করে একটি মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টএসিডি যে প্রকল্প গ্রহণ করেছে তা প্রশংসনীয়।

তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অংশীজনদের সাথে এসিডির প্রকল্প আউটকাম শেয়ারিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টএসিডির উদ্যোগে আয়োজিত এবং ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্পের সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, এসিডির এ ধরনের উদ্যোগ ব্যতিক্রমী কাজ, এর মাধ্যমে অগণিত পিছিয়ে পরা অভ্যন্তরীণ অভিবাসীদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে পথ সুগম হচ্ছে। প্রকল্প সমন্বয়ক মো আব্দুল মতিন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকলিয়া ও হালিশহর এলাকায় প্রকল্পের কার্যক্রম ও ফলাফলসমূহ অংশীজনদের সামনে তুলে ধরেন। তিনি জানান, এসিডির এই প্রকল্পের মাধ্যমে অভ্যন্তরীণ অভিবাসী দুস্থ্য পরিবারগুলোকে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার ও সেবা প্রাপ্তিতে সঠিক সময়ে সঠিক তথ্য সরবরাহ, আডভোকেসি, স্থানীয় সামাজিক সংগঠন গুলোর সক্ষমতা বৃদ্ধি ও সুবিধাভোগীদের সেবার আবেদনে সহায়তা প্রদান করা হয়। উক্ত প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা, ওএমএস, টিসিবি, আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ইত্যাদি সামাজিক সুরক্ষা সেবায় অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল আজ
পরবর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচনে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে