রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার গভীর রাতে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।
দন্ডপ্রাপ্তরা হলেন, রাউজানের রমজান আলী হাটের বাবুল ইসলাম (৪২) এবং বান্দরবানের আলীকদম উপজেলার বটতলি পাড়ার ফয়েজ উদ্দিন (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদক নির্মূলে এবং সমাজকে সুস্থ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়তে আমরা বদ্ধপরিকর। নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।