শেখ মোহাম্মদ নুরুল আবছার

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

দেওয়ানহাট নিবাসী দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সদস্য সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আবুল কাশেমের বড় ভাই দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের উপদেষ্টা শেখ মোহাম্মদ নুরুল আবছার গত বুধবার ভোর ৫:৪৫ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ০১ ছেলে ০২ মেয়ে নাতীনাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একই দিন বাদে আছর দেওয়ানহাট ছানাউল্ল্যাহ সওদাগর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি এস, আনিস আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান দুলাল প্রমুখ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোঃ বাচ্চু
পরবর্তী নিবন্ধমোহাম্মদ মোহসীন