গাজায় ত্রাণ নিতে গিয়ে ২৪ জন নিহত

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণ গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হওয়ার খবর দিয়েছে ওই এলাকার নাসের হাসপাতাল। খবর বিডিনিউজের।

সেখানে উপস্থিত ফিলিস্তিনিদের ভাষ্য, শনিবার খাবার নিতে গেলে ইসরায়েলি সেনারা গুলি চালায়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, সেখানে তাদের গুলিতে কোনো হতাহতের খবর তাদের জানা নেই। অন্যদিকে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, হুমকি মনে করে লোকজনকে ছত্রভঙ্গ করতে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল।

উভয় পক্ষের দাবি বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েল বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয় না। বিবিসির হাতে আসা এক ভিডিওতে দেখা যায়, নাসের হাসপাতাল চত্বরে একাধিক মৃতদেহের ব্যাগ, যার চারপাশে রক্তমাখা পোশাক পরা মানুষ ও নার্সরা দাঁড়িয়ে আছেন। আরেকটি ভিডিওতে একজন বলেন, লোকজন ত্রাণের জন্য অপেক্ষা করছিল, তখন পাঁচ মিনিট ধরে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় একজন প্যারামেডিক ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘ঠান্ডা মাথায় হত্যার অভিযোগ তুলেছেন। ওই ভিডিওগুলোর সত্যতাও বিবিসি যাচাই করতে পারেনি। বার্তা সংস্থা রয়টার্স ঘটনার বিবরণ জানতে চেয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছে।

তারা বলেছেন, লোকজনের মাথা ও দেহ লক্ষ্য করে গুলি করা হয়েছে। নাসের হাসপাতালে সাদা কাফনে মোড়ানো লাশও দেখার কথা লিখেছে রয়টার্স। বিবিসি লিখেছে, গাজায় খাবার সংগ্রহের সময় প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহতের খবর আসছে। গত মার্চে গাজায় ত্রাণ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল এবং তারপর হামাসের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করে। আর তাতে দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেস্তে যায়।

পূর্ববর্তী নিবন্ধকিয়েভে রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
পরবর্তী নিবন্ধফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ৬০ ব্রিটিশ এমপি’র চিঠি