এনজিএইসএস-ইসিএ দাবা টুর্নামেন্টে ইফতেখার চ্যাম্পিয়ন

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নাসিরাবাদ সরকারি হাই স্কুল ইসিএ ক্লাব আয়োজিত এনজিএইসএসইসিএ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ইফতেখার আলম ৮ খেলার মধ্যে ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফিদে মাষ্টার আবদুল মালেক সমান খেলায় সমান ৭ পেয়েছে কিন্তু টাইব্রেকে পিছিয়ে থাকায় রানার্স আপ হয়েছে। টুর্নামেন্টে ৭নং সিডেড খেলোয়াড় ইফতেখার আলম ৩ জন ফিদে মাষ্টার সহ শীর্ষ ৬ রেটেড খেলোয়াড়কে পিছনে ফেলে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন। এশিয়ান দাবা জোন ৩.২ সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন শামীম, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি, মহিবুল হক ও ডা. মিনহাজুল আবেদীনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে সমান ৬.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকে এগিয়ে থাকায় শাকের উল্লাহ ৩য়, আহমদ মঈনউদ্দীন ৪র্থ স্থান অর্জন করেন। ৮জন খেলোয়াড় ৬ পয়েন্ট অর্জন করেন। টাইব্রেকের মাধ্যমে ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ ৫ম, মোহাম্মদ সুলতান ৬ষ্ঠ,ফিদে মাষ্টার মাহফুজুর রহমান ইমন ৭ম,আহমদ ফিরোজ ৮ম, আনিসুজ্জামান মল্লিক ৯ম ও শফিকুল ইসলাম ১০ স্থান অর্জন করেন। মহিলা বিভাগে তানজিলা তুর নুর ১ম, তাওহীদা বেগম ২য়, অনূর্ধ্ব১০ বিভাগে আহমেদ আফরাজ, অনূর্ধ্ব১২ বিভাগে অনিন্দ্য রিক, অনূর্ধ্ব১৪ বিভাগে রিক কিশোর, অনূর্ধ্ব১৬ বিভাগে আবিদ মাহাদী, অনূর্ধ্ব১৮ বিভাগে ইফতেখার ফিরোজ, নন রেটিং বিভাগে রুপ বিশ্বাস, ৫০ উর্ধ্ব বিভাগে মুজিবুর রহমান, রেটিং ১৪০০১৬০০ বিভাগে তৌসিফ জামান,রেটিং ১৬০১১৭৫০ বিভাগে প্রাঞ্জল বড়ুয়া, অনূর্ধ্ব১৭৫১১৯০০ বিভাগ সাইফুল আজম, চট্টগ্রাম সেরা বিভাগে মোহাম্মদ নাজিম ১ম, দিব্য দাশ ২য়,নাসিরাবাদ স্কুল বিভাগে ১ম শেখ মোহাম্মদ ও ২য় রনবির কুশল সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। এই দাবা টুর্নামেন্টে সারাদেশের ৯৯জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩ জন ফিদে মাস্টার, ৭১জন রেটেড দাবাড়ু, ৩৬ জন অনূর্ধ্ব১৮ দাবাড়ু ও ৭ জন মহিলা দাবাড়ু অংশগ্রহণ করেন। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে ৫০ হাজার নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটি সম্পাদক ও টুর্নামেন্টের চীফ আরবিটার প্রকৌশলী এস এম তারেক,সিসিপিএ সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক ও ডেপুটি আরবিটার নুরুল আমিন,ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ,ফিদে মাষ্টার মাহফুজুর রহমান ইমন,টুর্নামেন্টের চীফ অর্গানাইজার আফিফ নেওয়াজ,আয়োজক কমিটির সদস্যবৃন্দরা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া যুব ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধবাড়ানো হলো পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম