এআই টেলিকমিউনিকেশন খাতের সম্ভাবনাকে দৃঢ় করছে : ভিসি

চুয়েটের ইটিই বিভাগের বিদায় অনুষ্ঠান

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, টেলিকমিউনিকেশন সেক্টর যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। প্রযুক্তিগত উন্নয়ন ও ইন্টারনেটের সহজ লভ্যতায় এই কর্মক্ষেত্রের দ্রুত প্রসার ঘটছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশেষ করে, টেলিকম কোম্পানিগুলো এখন আর কমিউনিকেশনের মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাপ ডিজাইন, অ্যাপ আর্কিটেকচারাল ডিজাইন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও অটোমেশনসহ বিভিন্ন ধরনের কাজ এই শিল্পের সম্ভাবনা আরো দৃঢ় করেছে। তাই, স্মার্ট ও সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে অনেকেই টেলিকমিউনিকেশনে ক্যারিয়ার গড়তে আগ্রহী।

গতকাল রোববার সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে আয়োজিত ইটিই১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও গ্রামীণফোনের এরিয়া টেকনোলজি ম্যানেজার জনাব সুমন কান্তি দাশ। ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. নূরশেদুল মামুন। এতে আরও বক্তব্য রাখেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থী নুজহাত মুবাসসীরা ও মো. নাফিজুল আলম। এতে সঞ্চালনা করেন চুয়েটের ইটিই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মেহরিন বিনতে আলম শর্মী, ২১ ব্যাচের তন্ময় দত্ত ও ২২ ব্যাচের প্রিয়া দেব।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর আস্করিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধখেলোয়াড়দের বিশ্রামের দাবি মেনে নিল ফিফা